কি বলবো বলার কিছুই নেই রাজ্যের পীড়িত মানুষের থেকে দিদির ইগোই বড় হলো?
বাংলা যদি এই মেয়েকেই চায় তাহলে আর কিছু করার নেই দুর্ভোগ ভুগতেই হবে।
প্রথম ছবি: আমাদের বাংলার জশ পরবর্তী বন্যার বৈঠকে রাজ্যের কেউ প্রয়োজন ই মনে করলো না। মানুষের কষ্টের কথা তুলে ধরার, রাজ্যপাল, বিরোধী নেতা, আর রাজ্যের তরফে প্রীতিনিধির মাধ্যমে পাঠানো ফাইল তাও ফাইল। টুইটে দিদি মেদিনীপুর এর জন্য 20000 কোটি দক্ষিণ 24 পরগনার জন্য 10000 কোটি চেয়েছেন আজ।
দ্বিতীয় ছবি বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর। একতরফা সৌজন্যতা তাই হলো। বহিরাগত রাই বাঙালিকে সৌজন্য তা দেখাচ্ছে, আর আমাদের সংস্কৃতি আমরা শত্রু বাড়িতে এলেও আপ্যায়ন করি।
তৃতীয় ছবি উড়িষ্যার মুখ্যমন্ত্রী পুরো টিম নিয়ে বৈঠকে যদিও প্যান্ডামিকের জন্য আর্থিক সাহায্য চাইলেন না করোনার কথা মাথায় রেখে।
চতুর্থ প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন যদিও উড়িষ্যা এই বিপদে নিজেরাই লড়বে বলে জানিয়েছে।
একজনের প্রতি সন্মান শ্রদ্ধা আরো গেল।
একজনের জন্য লজ্জিত ও বাংলার মানুষের দুর্দশার জন্য কষ্ট পেলাম।
🙏🙏😓😓😓