এবারে হাঁসখালি ধর্ষণকাণ্ডে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল, সিবিআই তদন্তের দাবি চেয়ে। জানা গিয়েছে, এই মামলায় কলকাতা হাই কোর্টে পিআইএল দাখিল করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। তিনি আবেদন করে জানিয়েছেন, হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত যেন করা হয়। জানা গিয়েছে, এই ধর্ষণকাণ্ডে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
ওদিকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সোমবার দুটি মামলার আবেদন গ্রহণ করেছেন। অভিযোগ উঠেছে, গত ৪ ই এপ্রিল তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালার ছেলে বজ্রগোপালের জন্মদিনের পার্টি ছিল। সেই পার্টিতে ডেকে পাঠানো হয় এক ১৪ বছরের নাবালিকাকে। জানা যায়, ওই নাবালিকাকে পার্টিতে ডেকে মদ্যপান করিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে নাবালিকাকে। এরপর রাত্রে নাবালিকাকে একজন মহিলার সঙ্গে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত বজ্রগোপাল।
নাবালিকা বাড়িতে এসে পরার প্রায় সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে এক দিন বাদে মারা যায়। এরপর বজ্রগোপাল ও তার দলবল নাবালিকার দেহ সৎকার করতে তাড়া দেয় নাবালিকার পরিবারকে। পাশাপাশি এই ঘটনার কথা বজ্রগোপাল কাউকে না জানাতে নির্দেশ দেয়। অভিযুক্ত হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেছে নাবালিকার পরিবার। বজ্রগোপাল জানিয়েছে, কাউকে বললে বাড়ি পুড়িয়ে খুন করে দেওয়া হবে। এরপর কিছুদিন বাদেই নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে হাঁসখালি থানায়। এরপরই হাঁসখালি থানার পুলিশ রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল।
2022-04-11