শিক্ষাক্ষেত্রে হিজাব পরা নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে এখনও পর্যন্ত একমত হতে পারেননি শীর্ষ আদালতের বিচারপতিরা। এর মাঝেই উস্কে উঠল নয়া বিতর্ক। অভিযোগ, পরীক্ষার হলে প্রবেশ করার আগে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ মুসলিম মহিলাদের ক্ষেত্রে বোরখা নিয়ে কোনও আপত্তি জানানো হয়নি বলে খবর। তেলেঙ্গানায় ঘটা ওই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তেলেঙ্গানার আদিলাবাদ শহরে বিদ্যার্থী জুনিয়ার এবং ডিগ্রি কলেজে রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের গ্রুপ ওয়ানের প্রিলিমিনারি পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে ঢোকার সময় গেটে আটকে দেওয়া হয় সমস্ত বিবাহিত হিন্দু মহিলাদের। নিরাপত্তারক্ষীদের তরফে জানানো হয়, গলায় মঙ্গলসূত্র থাকলে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। দাঁড় করিয়ে বাধ্যতামূলক ভাবে খোলানো হয় মঙ্গলসূত্র। এমনকি দুল বালা-চুড়ি খুলে তবে পরীক্ষার হলে ঢুকতে পেরেছেন হিন্দু মহিলারা।
কিন্তু তেলেঙ্গানার আদিলাবাদ এই পরীক্ষা সেন্টারে ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে ওই একই সেন্টারে মুসলিম মহিলাদের হিজাব বোরখা পরে ঢুকতে দেওয়া হচ্ছে। হিজাব পরিহিত অবস্থায় পরীক্ষায় বসেছেন একাধিক মুসলিম প্রার্থী।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। পরীক্ষা সেন্টারের ভাইরাল ভিডিও শেয়ার করেছেন অনেকেই। পোস্টটিতে লেখা রয়েছে, ‘তেলেঙ্গানায় একটি সরকারি চাকরির পরীক্ষার হলে এমন চিত্র দেখা গিয়েছে। বোরখা বা হিজাব পরে হলে প্রবেশ করা গেলেও মঙ্গলসূত্র পরিহিত মহিলাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। তোষণের রাজনীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। লজ্জাজনক’।