এবারের সাধারণ বাজেট যে নরেন্দ্র মোদী সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ বাজেট ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২০২১-২২ অর্থবর্ষের বাজেটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে ২০২১ সালের বাজেট পেশ করা হয়েছে। তাতে যথার্থতার চিন্তাধারা আছে, আর উন্নয়নের বিশ্বাস আছে।’
একইসঙ্গে মোদী যোগ করেন, ‘এরকম বাজেট কমই দেখা যায়, যা ঘোষণার এক-দু’ঘণ্টার মধ্যে এত ইতিবাচক প্রতিক্রিয়া মেলে। অনেক বিশেষজ্ঞ ভেবেছিলেন যে আমজনতার উপর বোঝা চাপিয়ে দেবে। কিন্তু আমরা স্বচ্ছ বাজেটের উপর জোর দিয়েছি।’ প্রধানমন্ত্রী বলেন, বাজেটে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে আলোকপাত করা হয়েছে, এই লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। সহজেই ঋণ পাবেন কৃষকরা। কৃষি ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের সহায়তায় এএমপিসি মার্কেটকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে।’
2021-02-01