ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা (Coronavirus) গ্রাফ। সামান্য হলেও বাড়ল আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে পাল্লা দিয়ে বাড়ল সুস্থতার হারও। যা কঠিন সময়ে স্বস্তি জোগাচ্ছে আমজনতাকে।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,১৮৫ জন। দৈনিক সংক্রমণের হিসাবে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৬৭০ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা যথেষ্ট উদ্বেগের। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। বর্তমানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪২৫ জন। শনিবারের তুলনায় বাংলায় করোনায় দৈনিক প্রাণহানির সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭৮১ জন। তবে এই কঠিন সময়ে আশার আলো জোগাচ্ছে রাজ্যের (West Bengal) সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ৯৪৬ জন। তার ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ১৬ হাজার ৯২১। রাজ্যের সুস্থতার হারও বেড়েছে। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৮৭.৬৭ শতাংশ। যা ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসের আতঙ্কে কোণঠাসা আমজনতাকে কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে।
ভ্যাকসিন (Vaccine) নিয়ে জোরকদমে চলছে গবেষণা। তবে তা কবে আবিষ্কার হবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে যথেষ্ট। এই পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া কোনও গতি নেই। তাই কেন্দ্র এবং রাজ্য উভয়েরই লক্ষ্য যত সম্ভব কোভিড টেস্টের সংখ্যা বাড়ানো। একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৬১৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩০ লক্ষ ৫৫ হাজার ৬৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। তাঁদের মধ্যে মাত্র ৭.৯৮ শতাংশ মানুষেরই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। বিশেষজ্ঞদের দাবি, সংক্রমণ হচ্ছে ঠিকই। তবে যথাযথ সতর্কতা নিলে সে সম্ভাবনাও কমানো সম্ভব। তাই বাইরে বেরলে অবশ্যই ব্যবহার করুন মাস্ক এবং স্যানিটাইজার। শারীরিক দূরত্ববিধিও মেনে চলার কথা ভুললে চলবে না।