কালীঘাটে নতুন স্কাইওয়াক নির্মাণ নিয়ে বহু পুরোনো বিবাদ তো ছিলই এবং এই নিয়ে হকারদের বিক্ষোভে মুখে পড়েন ফিরহাদ হাকিম ।
কালীঘাটে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েই অস্বস্তির মুখে পড়েন তিনি, কারণ হকারদের একাংশ অভিযোগ তুলেছে, নতুন স্টল বন্টনে চরম দুর্নীতি হয়েছে। লটারি ব্যবস্থাতেও অনেকেই স্টল পাননি। হকারদের অভিযোগ এখানে টাকার খেল চলছে। মোট ১৮০ জন হকার ছিল ওই এলাকায়। তার মধ্যে দোকান পেয়েছে ১৫৪ জন। বাকি ২০-২৫ জনকে নিয়েই যত সমস্যা।
কালীঘাট হকার্স কর্নার নামের হকারদের নিজস্ব কমিটি এই লটারির আয়োজন করেছিল। এই কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে হকারদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও এই আশ্বাস পেয়েও আশ্বস্ত হননি হকাররা। হকাররা জানিয়েছেন, নতুন করে স্টল বানানোর আর্থিক সামর্থ্য তাদের নেই। তৃণমূল বিধায়ক প্রত্যেককে ১০ হাজার টাকা দেবে বলে জানালেও হকাররা দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ জারি রেখেছেন।
আগামী দিনে কালীঘাটে স্কাইওয়াক চালু হলে পুনরায় লটারি সিস্টেম হবে খবর। পরিস্থিতি সামাল দিতে ফিরহাদ হাকিম দ্রুত সমস্যা মিটিয়ে ফেলার আশ্বাস দিলেও কোনো উপযুক্ত সমাধানসূত্র বের করতে পারেননি।