ভারতে (India) নতুন করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন আরও দু’জন। একজন দিল্লির (Delhi) বাসিন্দা ও অন্যজন তেলেঙ্গানার (Telangana)। সোমবার সরকারের তরফে এই দুই আক্রান্তের কথা জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত দু’জনেই স্থিতিশীল।
দিল্লি (Delhi) ও তেলঙ্গানায় (Telangana) অসুস্থ দু’জন রোগীর রক্তপরীক্ষা করে করোনাভাইরাসের (Coronavirus) রিপোর্ট পজিটিভ (Positive) মিলল। এই খবর সামনে আসার পরেই তোলপাড় পড়ে গেছে দেশের স্বাস্থ্যমহলে। দিল্লির রোগী সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানা গেছে। তেলঙ্গানার আক্রান্ত ব্যক্তি ফিরেছেন দুবাই থেকে। সোমবার সরকারের তরফে এই দুই আক্রান্তের কথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে বলা হয়েছে আপাতত দু’জনেই স্থিতিশীল। তাঁদের উপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকেরা। সেইসঙ্গে এই নিয়ে ভারতে মোট পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হল । তিনজনকে আগেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।এরই মধ্যে সোমবার দিল্লির নির্মণ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়| যেখানে সব মন্ত্রক কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করা হয় |