ভারতের বিশ্ববিদ্যালয় গুলোতে এই দৃশ্য দেখা যায় না, কিন্তু ভারতের আধ্যাত্মিক চেতনাকে সম্মান জানিয়ে পোল্যান্ডের বিখ্যাত ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে খোদাই করা হয়েছে ‘পঞ্চম বেদ’ উপনিষদের বাণী।
প্রায় পাঁচ হাজার বছর পুরনো ভারতীয় সংস্কৃতির প্রতি ওই দেশের শ্রদ্ধা জ্ঞাপন দেখে মুগ্ধ নেট পাড়া। পোল্যান্ডে ভারতীয় দূতাবাসের আধিকারিকই সেই ছবিটি টুইট করেছেন। আর তারপরই তা ভাইরাল নেটদুনিয়ায়।
ওই টুইটে লেখা হয়েছে, “কতটা সুন্দর দৃশ্য। এটি ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরির দেওয়াল। যেখানে উপনিষদের বাণী খোদাই করা হয়েছে। উপনিষদ বৈদিক যুগ পরবর্তী সংস্কৃত ভাষায় লেখা হিন্দু দর্শনের বই। যা কি না হিন্দু ধর্মের ভিত তৈরি করেছে।” ইতিমধ্যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
অনেক নেটিজেনই বিষয়টি নিয়ে পালটা টুইট করেছেন। কেউ বিষয়টির প্রশংসা করেছেন। তো কেউ আবার প্রশ্ন করেছেন, ভারতে এই ধরনের কিছু দেখা যায় না কেন? একজন লেখেন, “এটি দেখে আমি খুব খুশি। গোটা বিশ্ব হিন্দু দর্শনকে মেনে নিচ্ছে। অথচ আমরাই নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। ভারতের তরুণদের মধ্যে নিজেদের সংস্কৃতির বিষয়ে উদ্বুদ্ধ করতে এরকমই কিছুর প্রয়োজন ছিল।” আরেকজন লেখেন, “বাইরের দেশেও ভারতীয় সংস্কৃতি/উপনিষদের বাণীকে প্রাণ খুলে স্বাগত জানানো হচ্ছে।” আরেকজন আবার সমালোচনার সুরে লেখেন, “গোটা বিশ্ব ভারতীয় সংস্কৃতিকে আপন করে নিচ্ছে আর আমরা পশ্চিমী সংস্কৃতির দিকে ঝুঁকছি।”