“Ray”-কে ভুলে গিয়ে যদি “Ray” দেখা হয়, তাহলে কেমন লাগবে?
ভাবলাম, আমরা যদি ভেবে বসি যে “Ray” পড়া লোকজনই জগতের সব, তাহলে আমরা বালিতে মুখ গুঁজে থাকা উট ছাড়া আর কিছুই না। “Ray” না পড়া যে সুবিশাল দর্শককূল ছড়িয়ে আছেন সারা দেশে এবং অবশ্যই বিদেশে, “Ray” দেখে তাঁদের কেমন লাগবে সেটাই বোঝার চেষ্টায় করছিলাম।
ব্যক্তিগতভাবে মনে হল, “Ray” বাবুর নামটা না জড়ানোই উচিত ছিল। সিরিজ হিসেবে যেমনই হোক, অন্তত “Ray” বাবুকে ভুল ভাবে জগতের দরবারে উপস্থিত না করলেই ভাল হত। পরিচালকরা সকলেই যথেস্ট শক্তিশালী, সন্দেহ নেই। আসলে সমস্যা হল, “Ray” বাবুকে দর্শকের দরবারে উপস্থিত করতে গেলে উপস্থাপকেরও একটা ন্যূনতম যোগ্যতা প্রয়োজন, যা সকলের থাকে না, নেই।
না হয় “অনুপ্রাণিত” শব্দটি জুড়ে দেওয়া যেত। সাপও মরত আর লাঠিও ভাঙত না।
সন্দীপা বসু