‘হিন্দু’ কোনও ভারতীয় শব্দ নয়। এর অর্থও খুব নোংরা’। এমনই বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের কংগ্রেস নেতা সতীশ জারকিহোলি। তিনি কর্ণাটকের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিও। একটি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন হিন্দু একটি বিদেশি ভাষা। ভারতীয়দের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। এরপরই কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে শুরু হয়ে যায় তমুল রাজনৈতিক তরজা।
কর্ণাটকের বেলাগাভি জেলার নিপ্পানি এলাকায় হিউম্যান ব্রাদারহুড অর্গানাইজেশনের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশ নেন সতীশ জারকিহলি। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে কংগ্রেস নেতা দাবি করেন, ‘হিন্দু কোনও ভারতীয় শব্দই নয়। এটা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। হিন্দু শব্দের অর্থ খুবই নোংরা।’
কংগ্রেস নেতা বলেন, ‘উইকিপিডিয়া, হোয়াটসঅ্যাপ দেখুন, এই শব্দটি (হিন্দু) কোথা থেকে এসেছে? এটা আমাদের না। তাহলে এই শব্দকে এত উচ্চ পদে বসিয়েছেন কেন? আপনি যদি এর অর্থ বুঝতে পারেন তবে আপনি লজ্জিত হবেন। হিন্দু শব্দের অর্থ খুবই নোংরা। আমি এটা বলছি না, স্বামীজি বলেছেন, এটা ওয়েবসাইটে আছে।’
কংগ্রেস নেতা সতীশ জারকোহলির এই মন্তব্যের ভিডিও আগুনের মতো ছড়িয়ে পরে গোটা দেশে। রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সতীশের এই মন্তব্যের পরই বিরোধী শিবিরের আক্রমণে কেন্দ্রে রয়েছেন তিনি। একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে সতীশের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। বিজেপি নেতা এস প্রকাশ বলেছেন, ‘এই মন্তব্য খুব দুর্ভাগ্যজনক। কংগ্রেস নেতারা হিন্দুদের অপমান করে আনন্দ পান। তারা সবসময় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে আক্রমণ করে। সিদ্দারামাইয়ার পদাঙ্ক অনুসরণ করছেন সতীশ জারকিহোলি। দলের উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’