নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে, টেক্সট, টুইট এবং ‘গুগল গুরু’-র যুগে বই পড়া অতি আবশ্যিক। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং মারফত রাজস্থানের রাজধানী জয়পুরের পত্রিকা গেটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও পত্রিকা গ্রুপ অফ নিউজ পেপারের চেয়ারম্যান গুলাব কোঠারির লেখা দু’টি পুস্তক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিং মারফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, অত্যন্ত মনযোগের সঙ্গে ভারতের কথা শুনছে সমগ্র বিশ্ব। প্রধানমন্ত্রীর সংযোজন, ভারতীয় মিডিয়াকে বৈশ্বিক হতে হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে জনগণের মধ্যে সচেতনতা প্রসারেও মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়ানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
2020-09-08