‘কালী’ তথ্যচিত্রের পোস্টারে ধূমপানরত দেবী। সেই নিয়ে ‘কালী আমার কাছে মদ মাংস খাওয়া দেবী’ মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। দুয়ে মিলে উত্তাল দেশ। সেই বিতর্কের মধ্যেই এবার বাংলার এক অনুষ্ঠানে মা কালীর কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। মহুয়া বা তথ্যচিত্রের উল্লেখ করেননি তিনি। মোদী বলেছেন, ‘মা কালীর আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে’।
রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানেই মোদীর মুখে শোনা যায় মা কালীর মাহাত্ম্য কথা। প্রধানমন্ত্রী বলেন, ‘রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে স্পষ্ট দেখেছিলেন। মা কালীর চরণে নিজের সর্বস্ব সমর্পণ করেছেন। তিনি বলতেন, এই গোটা ভুবন, চরাচরেই ব্যপ্ত মায়ের চেতনা। এই চেতনাই বাংলার কালীপুজোয় দেখা যায়। এই চেতনাই গোটা ভারতের বিশ্বাসে দেখা যায়’।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, মা কালীর এই চেতনাই স্বামী বিবেকানন্দকে বিশ্বমানব গড়ে তোলার রসদ জুগিয়েছিল। তাঁর বক্তব্য, ‘কালী চেতনাতেই স্বামী বিবেকানন্দকে প্রদীপ্ত করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব। এই চেতনাই স্বামী বিবেকানন্দকে পরম শক্তিশালী চরিত্র হিসাবে গড়ে তুলেছে। স্বামী আত্মস্থানন্দের ভিতরেও এই শক্তি আমি দেখেছি। ভক্তির নিশ্চলতা এবং শক্তি সাধনার সামর্থ্য দেখেছি। তাঁর কথার মধ্যেও মা কালীর প্রসঙ্গে উঠেই আসত। বিশ্বাস যখন পবিত্র হয়, আদ্যাশক্তি নিজেই আমাদের পথ প্রদর্শন করেন। মা কালীর আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে। এই আধ্যাত্মিক শক্তিই আজ ভারতকে বিশ্বকল্যাণের ভাবনায় শক্তি যোগাচ্ছে’।