আশফাক আলম যেভাবে ৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে হত্যা করেছে, তাকেও সেভাবে হত্যা করা উচিত’- লাশ দেখে ক্ষোভ ফেটে পড়ে জনগণের

কেরালার এর্নাকুলামে এক নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ ও হত্যার ঘটনা সামনে এসেছে। নিহতের বয়স ৫ বছর, যার লাশ পাওয়া যায় (২৯ জুলাই ২০২৩) আবর্জনার স্তূপের মধ্যে থেকে। এ মামলায় আসামি হিসেবে আশফাক আলম নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশফাক আলম শাকির হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে মেয়েটিকে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এই বক্তব্যের ভিত্তিতে পুলিশ হেফাজতে থাকা আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেকেই বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের জনসমক্ষে সোপর্দ করার দাবি জানান।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি এর্নাকুলাম গ্রামীণ এলাকার আলুভারের। এখানে ৫ বছর বয়সী মেয়েটি প্রায় ৪ বছর ধরে তার বাবা-মা এবং অন্য ২ ভাইবোনের সাথে বসবাস করছিল। প্রথম শ্রেণিতে পড়া মেয়েটি মূলত বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা।
ঘটনার দিন শুক্রবার (২৮ জুলাই, ২০২৩) মেয়েটির বাবা-মা কাজে গিয়েছিল। মেয়েটিকে একা দেখে সেখানে দুদিন আগে শিফট হয়ে যাওয়া বিহারের আশফাক আলম তাকে অপহরণ করে। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে আশফাক আলমকে আসামের বাসিন্দা হিসেবে বর্ণনা করা হয়েছে।

বাড়ি ফিরে ভিকটিমের পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে ২৮শে জুলাই থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি মামলা দায়ের করে মেয়েটির খোঁজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ স্ক্যান করার সময়, পুলিশ দেখতে পায় যে ২৮ জুলাই একজন ব্যক্তিকে মেয়েটির সাথে হাঁটতে দেখা গেছে। ওই ব্যক্তি নিহতের প্রতিবেশী আশফাক আলম।
শুক্রবারই আশফাক আলমকে হেফাজতে নেওয়া হয়। আটকের সময় অভিযুক্ত প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল, তাই পরের দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরদিন আশফাক আলম জানান, শুক্রবার থাইকাট্টুকার রেলগেটের কাছে মেয়েটিকে অপহরণ করেন তিনি। এখান থেকে মেয়েকে নিয়ে ত্রিশুরের বাসে ওঠেন তিনি। আশফাকের সব অপকর্ম সিসিটিভিতেও রেকর্ড হয়েছে।
বলা হচ্ছে, আশফাক মেয়েটিকে সঙ্গে করে কোচির মুকুট প্লাজার একটি ভাড়া বাড়িতে নিয়ে যায়। এর পর কী হল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলাকালীন, শনিবার (২৯ জুলাই, ২০২৩) মেয়েটির মৃতদেহ পেরিয়ার নদীর কাছে একটি আবর্জনার স্তূপের মধ্যে একটি মানের ব্যাগের মধ্যে পাওয়া যায়। কোনো কোনো প্রতিবেদনে মেয়েটির সঙ্গে ধর্ষণের সম্ভাবনাও দেখা গেছে।

এ ঘটনায় শনিবার আরও ২ জনকে আটক করেছে পুলিশ। ছাত্রী হত্যার ঘটনায় দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হয়। আশফাককে আইনি শাস্তি না দিয়ে তাকে সোপর্দ করার দাবি জানান। রাগান্বিত লোকেরা বলল,

“আশফাককে জেলে রাখা এবং খাওয়ানোর জন্য অর্থ ব্যয় করা অর্থহীন, তাকে ঘটনাস্থলেই শাস্তি দেওয়া উচিত। মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে, অভিযুক্তকেও সেভাবে হত্যা করা উচিত। সরকার যদি তা করতে না পারে, তাহলে জনগণের হাতে তুলে দিন।”

বর্তমানে অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে। মৃতের স্মরণে, কেরালা পুলিশ তার অফিসিয়াল হ্যান্ডেলে লিখেছে, “দুঃখিত কন্যা।”

রবিবার (৩০ জুলাই) কেরালার কিজহামেদে মেয়ে শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়। আলুভার নারী অধিকার সংগঠন কেরালায় ব্যাপক মাদক ব্যবসার অভিযোগ করেছে। তিনি বলেন, মাদক চোরাচালান রোধে প্রশাসন ব্যর্থ হয়েছে। বর্তমানে পুলিশ হত্যার কারণ অনুসন্ধান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.