এবার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা ইডির তৎপরতায় গ্রেফতার। তল্লাশির চালানোর পরে উক্ত বিচ্ছিনতাবাদী নেতার কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। উক্ত বিচ্ছিনতাবাদী নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন-সহ একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে টাকা নেওয়ার।
গ্রেফতার হয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সাবির আহমেদ শাহ। ইডির তৎপরতায় সাবিরের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শ্রীনগরের বোতশাহ কলোনি থেকে।
এই প্রসঙ্গে এক ইডির কর্তার বক্তব্য, “সাবির আহমেদ শাহ সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল-মুজাহিদিন (এইচএম) এবং পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনের থেকে আর্থিক সাহায্য নিত। এছাড়াও হাওয়ালা-সহ অন্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন সংগঠন থেকে টাকা নেওয়ায় অভিযোগ রয়েছে সাবির আহমেদ শাহের বিরুদ্ধে। সন্ত্রাসবাদী সংগঠনের থেকে পাওয়া টাকা কাশ্মীরে অশান্তি পাকাতে খরচ করত সাবির। উপত্যকায় জঙ্গি কার্যকলাপে ইন্ধন জোগাতে এবং জঙ্গিদের হাত শক্ত করতেই ওই টাকার ব্যবহার করত সাবির”।