পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত পেঁয়াজের রফতানি নীতি সংশোধন করে ফ্রি থেকে নিষিদ্ধ করা হয়েছে, যার জেরে তাৎক্ষণিক প্রভাবের সঙ্গে অবিলম্বে সব ধরনের পেঁয়াজের রফতানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক।প্রসঙ্গত, একুশ বছর আগের স্মৃতি ফিরিয়ে আম-আদমিকে কাঁদাচ্ছে পেঁয়াজ, যখন অটলবিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। দামে প্রায় সেঞ্চুরি করতে বসেছে রান্নার অন্যতম প্রয়োজনীয় এই সবজি। কোথাও ৭০ টাকা, কোথাও ৮০ টাকা, আবার কোথাও ৯০ টাকা দরে বিকোচ্ছে পেঁয়াজ। সাধারণ মানুষের এই দুর্গতি ঠেকাতে জরুরি ভিত্তিতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে রবিবার এই নির্দেশ জারি করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত অন্য কোনও নির্দেশ আসছে ততদিন পেঁয়াজ রফতানি বন্ধই থাকবে। মন্ত্রী রামবিলাস পাসোয়ান ট্যুইট করে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আধিকারিকরা গিয়ে কৃষকদের সঙ্গেও কথাও বলছেন।
2019-09-30