তৃণমূল দাবি করছিল তাদের সরকার ক্ষমতায় ফেরার পর থেকে কোনও হিংসা হয়নি,সেই দাবি যে মিথ্যা তা প্রমাণিত হয়ে গেল আদালতের রায়ে

একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী হিংসা অব্যাহত, বলে বারংবার দাবি করেছে বিজেপি। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজ্যের কোনো হিংসার পরিবেশ নেই। তারপর মামলা কোর্টে ওঠার পর তদন্ত প্রক্রিয়া রাজ্যের বাইরে থেকে পরিচালনার ব্যবস্থা করেছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ভোটপরবর্তী হিংসার যাবতীয় মামলা নথিভুক্ত করতে হবে পুলিশকে। এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

শুক্রবার বিধানসভার অধিবেশনের প্রথম দিনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশের ওপর আদালতের ভরসা করা ঠিক হবে না। বিরোধী দলনেতা হিসাবে বলছি, পশ্চিমবঙ্গের পুলিশ ও ডিএমদের ভরসা করা আদালতের ঠিক হবে না। যাবতীয় ভোট পরবর্তী হিংসার মামলা ভিন রাজ্যে দায়ের করে সেখান থেকে তদন্তপ্রক্রিয়া চালানো উচিত। তাহলেই সত্য প্রকাশ্যে আসবে।”


এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, “তৃণমূল দাবি করছিল তাদের সরকার ক্ষমতায় ফেরার পর থেকে কোনও হিংসা হয়নি। সেই দাবি যে মিথ্যা তা প্রমাণিত হয়ে গেল আদালতের রায়ে। আদালতের এই রায়ে স্পষ্ট হয়েছে, ভোটপরবর্তী হিংসার কথা অস্বীকার করে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে হলফনামা জমা দিয়েছে তা মিথ্যা। এমনকী রাজ্যপালের ভাষণেও সেই মিথ্যা বক্তব্য ঢুকিয়েছে সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.