কোরান অবমাননার অভিযোগে দুর্গা প্রতিমা ভাঙচুর, মণ্ডপে আগুন, হিন্দুদের ঘরবাড়ি লুঠের মতো নারকীয় অত্যাচার চলছে বাংলাদেশে। এবার সেই সব নিয়ে মুখ খুলে নতুন বিতর্কে জড়ালেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। পশ্চিমবঙ্গে বসে তাঁর বক্তব্য, ‘কোরানের অপমান হলে ধড় থেকে কল্লা আলাদা করে দেওয়ার সময় এসেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আব্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের বক্তব্য রেখেছেন তিনি। সেখানেই আব্বাসকে বলতে শোনা গেছে, ‘তুমি যদি মনে করো, তোমার স্বাধীনতা কোরানকে অপমান করা, তোমার স্বাধীনতা ইসলামকে অপমান করা, তোমার স্বাধীনতা রসুলের গুস্তাখি করা। আমি আব্বাস সিদ্দিকি বলছি, আমারও স্বাধীনতা তোমার ধর থেকে কল্লা আলাদা করে দেওয়ার সময় এসে গিয়েছে’।
ওই মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। কলকাতা পুলিশ কমিশনারকে তরুণজ্যোতি লিখেছেন, ‘হিন্দু দেবতা হনুমানজি’কে অপমান করেছেন আব্বাস সিদ্দিকী। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে উপদ্রবের ঘটনায় সাফাই দিয়েছেন। আমি হিন্দু। আব্বাস সিদ্দিকি আমার ধর্মকে আঘাত করেছেন। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভয়ে রয়েছে। এই অভিযোগপত্রটিকে এফআইআর হিসেবে বিবেচনা করা হোক। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ২৯৫এ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করুন’।
ফেসবুকে অভিযোগপত্রটি পোস্ট করে বিজেপির আইনজীবী নেতা লিখেছেন, ‘ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, বামফ্রন্টের নতুন সেক্যুলার মুখ (দুষ্টু লোক বাবা বলে) গতকাল ধড় থেকে গলা আলাদা করার হুমকি দিয়েছে। হনুমানজি’র মূর্তিকে অপমান করেছে, পুলিশ পদক্ষেপ নেবে? আমি একজন হিন্দু এবং আমার কর্তব্য ছিল অভিযোগ করা। আমি করেছি….দেখি পুলিশ কী করে…’।