অবৈধ কয়লা খনি লাগোয়া অঞ্চলের গ্রামগুলির বাসিন্দাদের আশঙ্কায় জীবনযাপন | খনিতে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা এলাকা | কাঁপছে ঘরবাড়ি| ফাটল ধরছে দেওয়ালে | তার উপর আছে অবৈধ খনি শ্রমিকদের ইসিএল (ECL) কর্মীদের উপর করা রোজের জুলুম | এইসকল কিছুকে সামনে রেখে কুলটি থানার অন্তর্গত রামনগরের গ্রামবাসীরা বুধবার সকালেবারাকর থেকে ডুবুড়ি বাইপাস মুখ্য রাস্তা অবরোধ করে |
গ্রামবাসীরা জানান, দিনের পর দিন কয়লা চোরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রামনগর (Ramnagar) সেলে । বাড়ছে সেল কর্মীদের উপর অন্যায় অত্যাচার| এই কয়লা চোরেরা রাতের অন্ধকারে এসে কর্মচারীদের উপর মারধর করছে বলে অভিযোগ করেন তিনি| অবৈধভাবে বিস্ফোরণের ফলে বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে ।
এই সকল কথা সেল কর্তৃপক্ষ বা প্রশাসন শুনছে না| তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন বলে জানান ইন্দ্রজিৎ পাল (Indrajit Pal) ,হারাধন ঘোষ (Haradhan Ghosh) ,সনত কুমার ঘোষ (Sanat Kumar Ghosh) ,শুভেন্দু পাল (Subhendhu Pal) ,পঙ্কজ ঘোষ (Pankaj Ghosh) ,চন্ডী ঘোষ (Chondi Ghosh) ,রামু পাল (Ramu Pal) , তুফান মণ্ডল (Tuphan Mandal) , বিট্টু ঘোষ (Bittu Ghosh) সহ সমস্ত গ্রামবাসী ।
তাদের দাবি প্রশাসন এসে তাদের দাবিগুলো শুনুক এবং তার বিহিত করুক । এই কর্মসূচির আগে মঙ্গলবার রামনগর সেল অফিসে বিক্ষোভ দেখিয়ে স্বারকলিপি জমা দেওয়া হয় বিধায়ক, প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের | ২৪ঘন্টা কেটে গেলেও কোন পদক্ষেপ করেনি কেউ | তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা মিলে রাস্তা অবরোধ করেছে ।