স্থানীয়দের অনুরোধ উপেক্ষা করেই তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও সরকার একটি হনুমান মন্দিরের জমি সহ মন্দিরটি বিক্রি করে দেন রেড ফোর্ট আকবর বিল্ডার্সকে।
কাল বিলম্ব না করেই সেই মন্দিরটি তৎক্ষণাৎ ভেঙে ফেলা হয়। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভাগ্যনগরে। সূত্রের খবর , ১৫০০ কোটি টাকার এই জমি ওই কোম্পানিকে তেলেঙ্গানা সরকার বিক্রি করে মাত্র ২৮৬ কোটি টাকায়।
এই ঘটনায় সরগরম তেলেঙ্গানা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শনী চলছে।
সূত্রের খবর , চাপে পরে কোম্পানির তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে ভেঙে ফেলা মন্দির আবার পুনর্নির্মাণ করা হবে, কিন্তু জনসাধারণ তা মানতে নারাজ। তাঁদের মতে এটি একটি মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই নয়।