তালিবানরা বেতন দিচ্ছে না, উরোজগামের একমাত্র মেয়েদের স্কুলের চাকরি ছাড়লেন শিক্ষিকারা

ধীরে খোলসের মতো বেরিয়ে আসছে নয়া তালিবানের পুরনো ধ্বংসাত্মক রূপ। প্রথমে তো পৃথক পরিকাঠামো তৈরি হয়নি, এই অজুহাতেই মেয়েদের উচ্চ শিক্ষার দরজা বন্ধ করা হল। এরপরে, দেশবাসীর ওপরে আরোপ হল আরও কড়া নিয়ম, কোথাও বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হল, তো কোথাও খুন করা হল। এইভাবেই, রুদ্ধশ্বাস জীবন নিয়ে বাস করতে হচ্ছে আফগানিস্তানে।

এবার, বলপূর্বক আফগানিস্তানের মসনদে বসা তালিবানের কারণে প্রকাশ্যে এলো নয়া আফগানিস্তানের বাসিন্দাদের নয়া সমস্যা। আফগানিস্তানের তালিবান সরকার এখনও পর্যন্ত সেখানের শিক্ষিকারা বেতন দেননি। যার জেরে, এবার তাঁরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছেন।

এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উরোজগাম এলাকায়। ওই এলাকার মালালাই বিদ্যালয়ের শিক্ষিকারাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। অনেকেই ভাববেন যে, তালিবানি শাসনে অনেক স্কুলই বন্ধ হয়েছে, তাহলে এই স্কুলের শিক্ষিকাদের নিয়েই আন্তর্জাতিক উদ্বেগ কেন! এর কারণ হল, সমগ্র আফগানিস্তানের মধ্যে ওই স্কুলটাই একমাত্র স্কুল যেখানে মেয়েদের পড়াশোনা করানো হত। শিক্ষিকাদের স্কুল ছেড়ে দেওয়ার প্রসঙ্গ ওঠায় অন্ধকারের জগতে একমাত্র প্রদীপ এবার বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.