জনগণের স্বাস্থ্য এবং সুরক্ষাই সর্বাগ্রে, তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এ বছর রথযাত্রা স্থগিত করলে ভগবান জগন্নাথও আমাদের ক্ষমা করে দেবেন। তাই স্থগিত করা হচ্ছে রথযাত্রা। করোনাভাইরাস মহামারির কারণে ইতিহাসে এই প্রথম শতাব্দী-পুরানো পুরীর জগন্নাথ মন্দিরের বার্ষিক রথযাত্রা স্থগিত করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ২৩ জুন রথযাত্রা হওয়ার কথা ছিল। ফলে এবার আর গুন্ডিচায় মাসির বাড়ি যাওয়া হচ্ছে না জগন্নাথ দেবের।
ভারতে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা-সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতি আগামী ২৩ জুন রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে প্রচুর মানুষের সমাগম হবে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই এ বছর রথযাত্রা স্থগিত করল সুপ্রিম কোর্ট। ওডিশা বিকাশ পরিষদের আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এ বছর রথযাত্রা স্থগিত করলে ভগবান জগন্নাথ আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু, অনুমতি দিলে ভগবান জগন্নাথ আমাদের কখনই ক্ষমা করবেন না। কোভিড-১৯ (Covid-19) মহামারির সময় বিপুল জমায়েত হতে পারে না, জনগণের স্বাস্থ্য এবং সুরক্ষার স্বার্থে এ বছর রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়।
2020-06-18