আরও শক্তি বাড়ল ভারতীয় সেনাবাহিনীর। আকাশ থেকে ভূমি সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’-এর সফল পরীক্ষা করল ভারত। মঙ্গলবার সকাল দশটা নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ‘ব্রহ্মস’ মিসাইলের সফল পরীক্ষা করা হয় এবং মিসাইলটি অন্য দ্বীপে লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হেনেছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবার থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
ডিআরডিও সূত্রের খবর, মঙ্গলবার সকাল দশটা নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ‘ব্রহ্মস’ মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই পরীক্ষা করেছে। কোনওরকম সমস্যা ছাড়াই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা গিয়েছে। অন্য একটি দ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে মিসাইলটি। এই সাফল্যের ফলে আরও শক্তি বাড়ল ভারতীয় সেনাবাহিনীর।
2020-11-24