জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে মুখ পুড়ল রাজ্যের।
কোচবিহারে ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া শিশুদের পাশে দাঁড়াল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। NCPCR কোচবিহারের এসপি এবং ডিএম কে আজ চিঠি করেছে।
উল্লেখ্য ভোট পরবর্তী হিংসার কারণে কোচবিহারের বহু মানুষ আসামের ধুবড়ী এবং কোকারঝার জেলাতে আশ্রয় নিয়েছেন, তার সঙ্গে আছে বহু শিশু।
ডিএম এবং এসপিকে করা এই চিঠিতে কমিশন পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলেছে ভোট পরবর্তী হিংসার কারণে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া এই শিশুদের পূনঃবাসস্থানের এবং প্রত্যেকটি শিশুর পরিবারকে অন্তত ১ লক্ষ করে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। চিঠিতে এটাও বলা হয়েছে প্রয়োজনে হলে এই ক্ষতিপূরণের পরিমান বাড়াতে হবে এবং শিশুদের পাঠ্যপুস্তক, জামাকাপড়, বিছানাপত্র ও বাড়ির অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম উপলব্ধ করিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। হিংসার কারণে মৃত্যু হওয়া শিশুদের জন্য তাদের পরিবারকে বিশেষ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে।
এই ঘটনাতে ৪২ টি শিশুর বিবৃতি কোচবিহার এসপিকে পাঠিয়ে তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের আওতায় সঠিক তদন্ত করে FIR দায়ের করতে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, কমিশনের এই নির্দেশ না পালন করলে Juvenile Justice Act এর আওতায় কোচবিহারের এসপি এবং ডিএম এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে জানিয়েছে কমিশন।
ধুবড়ী এবং কোকারঝারের ডিএম এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ৪২ জন শিশু পশ্চিমবঙ্গ থেকে গিয়ে আশ্রয় নিয়েছে। কমিশন কোচবিহারের ডিএম এবং এসপির কাছে এই ব্যাপারে পুরো তথ্য চেয়েছে এবং ৩ দিনের মধ্যে এই আদেশকে কার্যকরী করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যকে তলব করেছে কোর্ট । এরপর NCPCR এর এই চিঠি রাজ্যকে অনেকটা অস্বস্তিতে ফেলেছে।