লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। লাদাখের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে সেখানে গিয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার বরাবর বর্তমান পরিস্থিতিকে “চিন্তাজনক” আখ্যা দিলেন সেনাপ্রধান নরবনে। তবে, আত্মবিশ্বাসের সঙ্গে সেনাপ্রধান জানিয়েছেন, জওয়ানদের মনোবল চাঙ্গা। সমস্ত ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন জওয়ানরা।শুক্রবার সেনাপ্রধান জানান, লেহ পৌঁছনোর পর বিভিন্ন স্থানে ঘুরেছি আমি। অফিসার, জেসিও-র সঙ্গে কথা বলেছি। জওয়ানদের মনোবল চাঙ্গা রয়েছে। উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, এলএসি বরাবর পরিস্থিতি কিছুটা চিন্তাজনক। বিগত ২-৩ মাস ধরে পরিস্থিতি কিছুটা চিন্তাজনক। কিন্তু, মিলিটারি এবং কূটনৈতিক পর্যায়ে চিনের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা।
2020-09-04