অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল আজকে। এর ফলে দুই দেশের অর্থনীতিই লাভবান হতে চলেছে। আশা করা হচ্ছে এই চুক্তির ফলে দুই দেশের মধ্যকার সকল বাধা দূর হবে এবং বাণিজ্য সুগম হবে। মনে করা হচ্ছে এই চুক্তির ফলে আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় ভারতের রফতানির পরিমাণ ২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৫ বিলিয়ন ডলার হবে।
এই চুক্তি প্রসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এই চুক্তির ফলে। অস্ট্রেলিয়ায় আমাদের রফতানির পরিমাণ গত ১২ মাসে সর্বোচ্চ বেড়েছে। আমরা আলোচনার গতি এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।’ সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, এই নয়া চুক্তির ফলে ভারতে আমদানি হওয়া অস্ট্রেলিয়ান সামগ্রীর ৮৫ শতাংশের উপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। এই সামগ্রীগুলির রফতানি মূল্য প্রায় ১২.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। ভেড়ার মাংস, উল, তামা, কয়লা, অ্যালুমিনা, তাজা অস্ট্রেলিয়ান রক লবস্টারের মতো বহু বস্তু রফতানির ক্ষেত্রে এখন থেকে আর ভারতকে কর দিতে হবে না অস্ট্রেলিয়াকে।জনপ্রিয় খবর
এই চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ চুক্তিতে ঐকমত্য দুই দেশের পারস্পরিক আস্থার পরিচয় দেয়। এটি সত্যিই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’ এদিকে অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘বৃহত্তর ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করার পর থেকে আমাদের সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের আগে ঘোষিত এই চুক্তি মরিসনকে ঘরোয়া রাজনীতিতে কিছুটা সাহায্য করবে বলে মনে করছেন অনেক বিশ্লেষকই।