বসিরহাটে রাস উৎসবের আগেই ভাঙা হলো অসংখ্য মূর্তি। ঘটনাটি ঘটে সাড়াপোল এলাকায় গত বুধবার।
কিছু মূর্তির মাথা কাটা হয় আর কিছু মূর্তিকে ক্ষত বিক্ষত করা হয়। স্থানীয়দের রোষের মুখে পরে পুলিশ মূর্তিগুলো নিয়ে যায় কিন্তু কাউকে গ্রেফতার করতে পারে নি এখনো।
পুলিশ সুপারিনটেনডেন্ট জবি টমাসর বক্তব্য অপরিচিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। স্বভাবসিদ্ধ কায়দায় টমাস জানান দোষীদের খুঁজে পেলে শাস্তি দেয়া হবে। স্থানীয়রা পুলিশ নিষ্ক্রিয়তায় অত্যন্ত ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য জেহাদি সন্ত্রাস বাড়ছে বিভিন্ন অঞ্চলগুলোতে, এর ফলে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই ঘটনার পর প্রতিবাদ মিচ্ছিল বেরোয়।
উলেখ্য ঘটনাস্থল স্বরূপনগরের মতো অসংখ্য সীমান্তবর্তী গ্রামগুলোতে হিন্দুদের উপর আক্রমণ চলছে কিন্তু পুলিশ নীরব। সম্প্রতি বাংলাদেশে দেখা যায় হিন্দু হত্যার তান্ডব। বাংলাদেশী জেহাদিরা স্থানীয় দুষ্কৃতীদের সাথে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি খারাপ হতে পারে বলে সূত্রের খবর।
উলেখ্য বসিরহাট থেকে সংসদে নির্বাচিত হন নুসরত জাহান যিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেন নি।