রাশিয়া থেকে দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিন স্পুটনিক রবিবার হায়দরাবাদে এসে পৌঁছল। ভারতে অবস্থিত রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত- রাশিয়া করোনার বিরুদ্ধে এই যৌথ লড়াই চলবে আর এটা তার একটা উদাহরণ মাত্র। একমাত্র রাশিয়ার এই বিদেশী ভ্যাকসিন স্পুটনিককে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন স্পুটনিক ১ মে ভারতে এসেছে।প্রসঙ্গত গত ১২ এপ্রিল ভারত সরকারের পক্ষ থেকে স্পুটনিককে দেশে আনার ক্ষেত্রে সম্মতি দেওয়া হয়েছিল। তবে দেশে গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে রবিবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭.৮৪ শতাংশ।
2021-05-16