মাধ্যমিক পরীক্ষায় ফলপ্রকাশে আগ্রহ থাকে প্রথম দশের তালিকা নিয়ে। এবার সেই তালিকা হল দীর্ঘায়িত। প্রথম দশে স্থান করে নিলেন বাংলার বিভিন্ন জেলার মোট ১১৪ জন ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছেন দুজন। ৬৯৩ পেয়ে বাঁকুড়ার অর্ণব ঘোড়াই ও পূর্ব বর্ধমানের রৌণক মণ্ডল। কলকাতা থেকে শ্রুতর্ষি ত্রিপাঠী ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন।। ২০২২ এর মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাভারতী বিদ্যালয় সারদা বিদ্যামন্দির সুদর্শনপুরের ছাত্র অনিন্দ্য সাহা পঞ্চম স্থান এবং সেবক রোডের সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের ছাত্রী জুনেয়ারা পারভীন অষ্টম স্থান অর্জন করেছে। বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সরস্বতী শিশু মন্দির গঙ্গাজলঘাটী, বাঁকুড়ার প্রাক্তন ছাত্র অর্ণব গড়াইকে ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় প্রথমস্থান অধিকার করার জন্য সরস্বতী শিশু মন্দির, গঙ্গাজলঘাটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মধ্যমণি অর্ণব ভাই , তার ডানদিকে বসে আছেন মাননীয় অরুণ কুমার পাল ও বামদিকে বসে আছেন মাননীয় কাজল বরণ সিংহ মহাশয়। পুরষ্কার ও আশীর্বাদ প্রদানের মাধ্যমে সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অর্ণব ও তার পিতা-মাতা ছেলের উজ্জ্বল সাফল্যের ভিত সরস্বতী শিশু মন্দিরে গড়ে উঠেছে বলে একবাক্যে স্বীকার করেন। এই সাফল্যের জন্য বাঁকুড়া তথা বিদ্যাভারতী পশ্চিমবঙ্গের মুকুটে একটি উজ্জ্বল মণি সংযুক্ত হলো।
জেলার এমন ধারাবাহিক সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকমহলের প্রত্যেকেই।
এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।
দু’বছর বাদে ফের মেধা তালিকা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? তা নিয়ে আজ মাধ্যমিকের ফল প্রকাশের দিন পরীক্ষার সূচি ঘোষণার সম্ভাবনা পর্ষদের। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে। পর্ষদ সূত্রে খবর, সূচি অনুমোদিত হলেই আজই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে।
সে ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায় পর্ষদ। ২০২২-এর তুলনায় পরীক্ষার সময়সীমা খানিকটা এগিয়ে আনতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতির আগে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি বা চতুর্থ সপ্তাহ থেকেই শুরু হতো। এবারের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা হলেও পরের বছর সেই সময়সীমাতেই ফিরিয়ে আনতে চায় পর্ষদ। আজ সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে ফল প্রকাশের পাশাপাশি নজর থাকবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচির দিকেও।
প্রসঙ্গত, আগামী বছর পূর্ণ সিলেবাসের উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে পর্ষদ। শুধু তাই নয়, বিস্তারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইতিমধ্যেই দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর ১১ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পর্ষদ সূত্রে খবর তার মধ্যে প্রায় ১১ লাখের কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
জেলার একাধিক স্কুল অবশ্য পরীক্ষা চলাকালীন দাবি করেছিল অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষার জন্য আবেদন করলেও পরীক্ষা দিতে আসেননি। সে ক্ষেত্রে আবেদনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে প্রায় ৩০ হাজারের সামান্য বেশি বলেই পর্ষদ সূত্রের খবর।