নবরাত্রিতে দক্ষিণ দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখতে হবে। এমনই নির্দেশিকা জারি করল দক্ষিণ দিল্লি পুরনিগম। এবছর ২ এপ্রিল নবরাত্রি শুরু হয়েছে। চলবে ১১ এপ্রিল অবধি। দক্ষিণ দিল্লি পুরসভার নির্দেশমতো মঙ্গলবার থেকেই মাংসের দোকানগুলো বন্ধ রাখা হবে।
নির্দেশিকায় দক্ষিণ দিল্লি পুরনিগমের তরফে বলা হয়েছে, ‘নবরাত্রির সময় মানুষ মন্দিরে গিয়ে নিজেদের এবং পরিবারের জন্য ভগবানের আশীর্বাদ নেন৷ এই সময় মানুষ পেয়াঁজ-রসুন খাওয়া থেকে বিরত থাকেন৷ সাধারণ মানুষের আবেগ এবং অনুভূতিকে সম্মান দিয়েই নবরাত্রির নয় দিন, ২ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মাংস বিক্রি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দেওয়া হোক’ ৷
দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সুরিয়ানের লেখা এই চিঠিতে দাবি করা হয়েছে, নবরাত্রির সময় খোলা জায়গায় মাংস বিক্রি হতে দেখলে অথবা কাঁচা মাংসের কটূ গন্ধ নাকে এলে হিন্দু ভক্তদের বিশ্বাস এবং আবেগে ধাক্কা লাগতে পারে৷ শুধু তাই নয়, মেয়রের যুক্তি, অনেক মাংস বিক্রেতাই দোকানের বর্জ্য পদার্থ রাস্তার পাশে বা নর্দমায় ফেলে রাখেন যা নিয়ে পথকুকুরা টানা হ্যাঁচড়া করে৷
মেয়রের নির্দেশ পাওয়ার পর পুরকর্মীরা তা বাস্তবায়িত করার দিকে ঝুঁকলেও এনিয়ে মুখ খুলতে চাননি। তবে মেয়রকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, যাঁরা এই নবরাত্রি পালন করছেন না, সেই সব ব্যক্তিরা কী করবেন? জবাবে মেয়র মুকেশ সুরিয়ান জানিয়েছেন, ওই সব ব্যক্তিদের উচিত বাকিদের আবেগের প্রতি সম্মান দেখানো। সেই জন্য তাঁদেরও এই নবরাত্রির দিনগুলো মাংস না-খাওয়াই উচিত।