দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে যে সমস্ত পুলিশ কর্মীরা শহিদ হয়েছেন, সেই সমস্ত পুলিশ কর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলিশ কর্মীদের ত্যাগ ও সেবা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। পুলিশ শহিদ স্মৃতি দিবস উপলক্ষ্যে বুধবার সকালে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পুলিশ স্মরণ দিবস আসলে, দেশের সর্বত্র আমাদের পুলিশ কর্মী এবং তাঁদের পরিবারকে কৃতজ্ঞতা জানানোর দিন। লাইন অফ ডিউটিতে শহিদ পুলিশ কর্মীদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি। পুলিশ কর্মীদের ত্যাগ ও সেবা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এদিন শহিদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বুধবার সকালে দিল্লিতে রাষ্ট্রীয় পুলিশ স্মারক-এ, লাইন অফ ডিউটিতে শহিদ পুলিশ কর্মীদের ‘পুলিশ স্মৃতি দিবস’ উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।