বুধবার সকালে ডোডা জেলার গুন্ডওয়ানার জঙ্গলে নিরপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে একটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম এক সন্ত্রাসবাদী। শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও দুপক্ষের গুলি বিনিময় চলছে। নিরপত্তা বাহিনীর মতে, আরও দু’একজন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে।
সূত্রের খবর, নিহত সন্ত্রাসবাদী হিজবুল মুজাহিদিন জঙ্গি হারুন হিসাবে চিহ্নিত হয়েছে। তিনি কিস্তওয়ারের আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা এবং তাঁর সহযোগী হত্যার সঙ্গে জড়িত ছিলেন। জেলার গুন্ডওয়ানার জঙ্গলে সন্ত্রাসবাদীদের আত্মগোপনের খবর পেয়ে সেনা ও এসওজি জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করে। এসময় সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে কাছে আসতে দেখে গুলি চালিয়ে যায়, এরপরে শুরু হয় এনকাউন্টার। এই এনকাউন্টারে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন সন্ত্রাসবাদী হারুনকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে।
2020-01-15