সম্প্রতি ভারত সফরে এসেছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। ভারতে আসার পর থেকেই একের পর এক বড় ঘোষণা করতে শুরু করেছেন তিনি। সম্প্রতি ভারতে অ্যামাজন ডেলিভারির জন্য ইলেকট্রিক রিক্সা নিয়ে এসেছে অ্যামাজন কর্তা। ট্যুইটারে এক ভিডিও প্রকাশ করে জেফ জানিয়েছেন, “ভারর, ডেলিভারির জন্য আমরা নতুন ই-রিক্সা নিয়ে আসছি। সম্পূর্ণ ইলেকট্রিক, কোন কার্বন ছাড়া।”
এছাড়াও সোমবার এক বিবৃতি প্রকাশ করে অ্যামাজন জানিয়েছে, ২০২৫ সালের আগে ভারতে ১০,০০০ ইলেকট্রিক রিক্সা নিয়ে আসবে কোম্পানি। এই রিক্সা গুলি ব্যবহার করেই ভারতের গ্রাহকদের দরজায় বিভিন্ন প্রোডাক্ট পৌঁছে দেবে অ্যামাজন। বিভিন্ন ভারতীয় কোম্পানি সাথে হাত মিলিয়ে ভারতে এই ইলেকট্রিক রিক্সা তৈরি হবে। ভারতের মোট ২০ টি শহরে ইলেকট্রিক রিক্সার মাধ্যমে ডেলিভারি শুরু হবে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, কয়ম্বাটোর, দিল্লি এনসিআর, হায়দরাবাদ, নাগপুর, পুনের মতো শহরগুলি।
এছাড়াও ২০৩০ সালের আগে ডেলিভারির জন্য বিশ্বব্যাপী এক লক্ষ নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে অ্যামাজন। পরিবেশের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
সম্প্রতি ভারত সফরে এসেছে অ্যামাজন সিইও জেফ বেজোস। এই সফরে ভারতে একাধিক লগ্নির ঘোষণা করেছেন তিনি। ভারতে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেফ। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব ভালো অভ্যর্থনা পাননি অ্যামাজন কর্তা। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল কড়া ভাষায় আক্রমণ করেছিলেন অ্যামাজন প্রধানকে।
চলতি সপ্তাহে ২০২০ সালের প্রথম সেল নিয়ে হাজির হয়েছে অ্যামাজন। এই সেলে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্মার্টফোন ছাড়াও সস্তা হবে ল্যাপটপ, ট্যাবলেট, টিভি ও বিভিন্ন মোবাইল অ্যাকসেসারি। ২২ জানুয়ারি পর্যন্ত আমাজনে সেল চলবে।