পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ইয়াস চলে যাওয়ার পর উপকূলবর্তী এলাকাগুলিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এবার এই প্রকল্পে দেখা গেল ৫০ শতাংশ ভুয়ো আবেদন। বাছাই করতে গিয়ে যথারীতি হিমশিম খেয়ে গিয়েছে রাজ্য।
রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ১ জুন থেকে ১৮ জুনের মধ্যে ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পে আবেদন করতে হবে। এছাড়া ফিল্ড ভেরিফিকেশন, স্ক্রুটিনির সময়সীমা ছিল ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এই দুয়ারে ত্রাণ প্রকল্পে মোট আবেদন জমা পড়েছিল ৩ লক্ষ ৮১ হাজার ৭৭৪ টি। যার মধ্যে স্ক্রুটিনির পর বাতিল হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৮১৫ টি আবেদন। অর্থাৎ মোট আবেদনের ৪৫ শতাংশ বাতিল হয়েছে।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির কলঙ্ক থেকে মুক্ত সরকার গঠনের জন্য উদ্যোগী হয়েছেন।
2021-07-03