রাজ্যসভায় পাশ হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড। শুক্রবার বিজেপি সাংসদ কিরোডিলাল মিনা প্রাইভেট মেম্বার বিল হিসাবে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিলটি পেশ করেন। তারপরই হল্লা শুরু করে বিরোধীরা। বিল আটকে দেওয়ার আবেদন জানান তাঁরা। কিন্তু কাজ হয়নি। ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ইউনিফর্ম সিভিল কোড।
এদিন রাজ্যসভায় অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিল পেশ হতেই হইহল্লা শুরু করে বিরোধীরা। বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম। তাঁদের দাবি, ভারতের সংস্কৃতি এবং ইতিহাস বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাই বলে এসেছে। কিন্তু এই বিল ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করে দেবে।
বিজেপি সাংসদ হরনাথ সিংহ যাদব অভিন্ন দেওয়ানি বিধি দেশ জুড়ে চালু করা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে ‘জ়িরো আওয়ার’ নোটিস দেন। এরপরই বিলের বিরোধিতায় ৩টি মোশন জমা দেন বিরোধীরা। তখন চেয়ারম্যান জগদীপ ধনখড় ধ্বনিভোট করান। তাতে বিলের পক্ষে সমর্থন করেন ৬৩ জন। বিপক্ষে ২৩। ফলে পাশ হয়ে যায় বিল। এবার লোকসভায় অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গেলেই গোটা ভারতে জাত, ধর্ম নির্বিশেষে এক আইন লাগু হয়ে যাবে।