কলকাতা পুলিশের এসটিএফের গুলিতে নিহত হয়েছে পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত সিং। কিন্তু প্রশ্ন উঠছে সাপুরজির ওই আবাসনে থাকার জায়গা পেল দুই গ্যাংস্টার? ফ্ল্যাটের মালিক কে?
সূত্রের খবর, ওই আবাসনের মালিক জানিয়েছেন, ফ্ল্যাটটি সিআইটি এলাকার এক বাসিন্দার। এজেন্সি মারফৎ ওই ফ্ল্যাটের সন্ধান পায় গ্যাংস্টাররা। ১১ মাসের চুক্তিতে ভাড়া নেয়। গত ২২ মে থেকে ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে তারা। ফ্ল্যাটের মালিকের সঙ্গে দুই গ্যাংস্টারের কীভাবে পরিচয়, পূর্ব পরিচয় ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পাঞ্জাব পুলিশ বুধবারই প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ১৫ মে পাঞ্জাবের দুই পুলিশ কর্তাকে খুন করে তারা পালিয়ে এসেছিল। এদিকে ২২ মে থেকেই ওই ফ্ল্যাটে আত্মগোপন করেছিল দুই গ্যাংস্টার। এত অল্প সময়ের ব্যবধানে কীভাবে তারা সাপুরজির অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া পেল? যেখানে ভাড়া পেতে সাধারণত বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, যা সময় সাপেক্ষ।
পাঞ্জাবের ওই গ্যাংস্টার দলের আরও এক পাণ্ডা জয়সিং পারমার এখনও নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ভরত কুমার নামে পাঞ্জাবের আরও এক অপরাধীর সাহায্যে বাংলার নম্বর দেওয়া গাড়িও জুটিয়ে দিয়েছিল ভুল্লার ও যশপ্রীত। সেই ভরতকে গ্রেফতার করেছে লুধিয়ানা পুলিশ। কলকাতার সঙ্গে তার যোগাযোগ আছে বলেই মনে করছেন গোয়েন্দারা। আপাতত পুলিশ ফ্ল্যাটের মালিকের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে।