বিশ্বের প্রগতি ও উন্নতি বরাবরই ভারতের চিন্তায় ও চেতনায় ছিল। গোটা বিশ্বের জন্যই ভারতকে (India) আত্ম নির্ভর হতে হবে। এই ভাবেই মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে করোনার এই সংকটময় পরিস্থিতিতে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই লক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার বিপুল পরিমানের আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন তিনি। সমাজের সকল স্তরের মানুষের কথা মাথায় রেখেই এই প্যাকেজ গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন।পরিযায়ী শ্রমিক, কৃষক, পশুপালনকারি, মৎস্যজীবী, দরিদ্র, মধ্যবিত্ত, কুটির শিল্পী, ঠেলাওলা, ছোট দোকানদার এমনকি বৃহৎ উদ্যোগপতি সকলের কথা মাথায় রেখেই এই প্যাকেজ গড়ে তোলা হয়েছে। বুধবার থেকে এই প্যাকেজের বিস্তৃত ঘোষণা করা হবে। এখনও পর্যন্ত যা প্যাকেজ কেন্দ্রের তরফে ঘোষণা হয়েছে ও আজ যেই প্যাকেজের ঘোষণা হল সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার লকডাউনের ৪৯ তম দিনে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জনগণকে আত্মনির্ভর হওয়ার আহ্বান করেছেন। পাঁচটি স্তম্ভের ওপর আত্মনির্ভরতার এই ভাবনা দাঁড়িয়ে রয়েছে।
অর্থনীতি, পরিকাঠামো, প্রশাসনিক ব্যবস্থা, জনবিন্যাস ও চাহিদা। অর্থনীতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইনক্রিমেন্টাল পরিবর্তনের বদলে দেশের প্রয়োজন কোয়ান্টাম জাম্প। পরিকাঠামোর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আধুনিক বিশ্বে পরিকাঠামোয় হবে ভারতের মূল পরিচয়। প্রশাসনিক ব্যবস্থার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দীর কথা ভেবেই প্রশাসনিক ব্যবস্থাকে কাজ করে যেতে হবে যা প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে। চাহিদার ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন চাহিদা এবং যোগানের যে আর্থিক চক্রটি আছে তা সচল রাখতে হবে। সরবরাহ চক্রে জড়িতদের উজ্জীবিত করতে হবে। আত্মনির্ভর ভারত অভিযান এর দিকে লক্ষ্য রেখেই এই প্রকল্প ঘোষিত হয়েছে যা ভূমি, শ্রমিক, লিকুইডিটি এবং আইননের সংস্কার করবে।বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে স্থানীয় পণ্য কেনার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। তার কথায় লোকাল থেকে এই পণ্যগুলিকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে হবে। এই পণ্যই সঙ্কটজনক পরিস্থিতিতে দেশবাসীকে বাঁচিয়েছে। ফলে এগুলোকে কিনে গর্ববোধ করার ওপর আমাদের আরও বেশি জোর দিতে হবে। পণ্যগুলির গুণগত মান আরও ভালো হতে হবে বলে মনে করেন তিনি।