করোনা (Corona)
মোকাবিলায় দেশবাসীর নিরন্তন সংগ্রাম ও
সেবা
ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার
রেডিওতে সম্প্রচারিত মাসিক
মন
কি
বাত
অনুষ্ঠানে বক্তব্য রাখতে
গিয়ে
প্রধানমন্ত্রী বলেছেন,
বিশ্বের অন্যান্য দেশের
তুলনায় ভারতে
করোনা
ভাইরাস
খুব
দ্রুত
ভাবে
ছড়িয়ে পড়েনি। মৃতের
সংখ্যা
তুলনামূলকভাবে কম।
দেশবাসী সংকল্প
এবং
সংযম
এর
জন্যই
এটা
সম্ভব
হয়েছে। যা
আমরা
এখনো
পর্যন্ত বাঁচাতে পেরেছি
সেটাই
আমাদের
সাফল্য। যা
হারিয়েছ তার
জন্য
আমরা
দুঃখিত। কিন্তু
করোনার
বিপদ
এখনও কেটে
যায়নি। তা
সমানভাবে বিপদজনক।
রবিবার মাসিক মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন করোনা বিরুদ্ধে লড়াইকে জনগণ
নেতৃত্ব দিয়েছে। এই
সংকটকালে দেশবাসী যেভাবে
সেবা
ও
ত্যাগ
করেছে
তা
অনুকরণীয়। সেবার
মধ্যেই
যে
আত্মতৃপ্তি। সেবার
মধ্যেই
যে
জীবনের
প্রকৃত
মানে
তা
বুঝিয়ে দিয়েছে দেশবাসী। চিকিৎসক, নার্স,
স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশের মত
ফ্রন্টলাইন ওয়ারিয়র নির্ভীকভাবে ত্যাগ
স্বীকার করে
সেবা
করে
গিয়েছেন দেশবাসীর।
এই
প্রসঙ্গে প্রধানমন্ত্রী দুটি
উদাহরণ
দেন।
তিনি
বলেন
বলেন,
তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা মোহন
একটি
সেলুনের মালিক।
মেয়ের
লেখাপড়ার জন্য
সে
পাঁচ
লাখ
টাকা
জমিয়েছিলেন। কিন্তু
সেই
অর্থ
দিয়ে
বর্তমানে সে
গরীব
মানুষের পাশে
এসে
দাঁড়িয়েছে ত্রিপুরার আগরতলার গৌতম
দাস
ঠেলাওয়ালা। এমন
পরিস্থিতিতে তিনিও
আর্তের
পাশে
এসে
দাঁড়িয়েছেন। পাঞ্জাবের পাঠানকোট এর
বাসিন্দা ভাই
রাজু
একান্ত
নিজস্ব
উদ্যোগে ৩০০০
মাস্ক তৈরি করে
সাধারণের মধ্যে
বিলিয়ে দিয়েছেন। তিনি
১০০
পরিবারের খাওয়া-দাওয়ার দায় নিজের কাঁধে
তুলে
নিয়েছেন। নমো
অ্যাপ
এর
মাধ্যমে এই
সব
জানতে
পারা
গিয়েছে বলে
প্রধানমন্ত্রী এ
দিন
জানিয়েছেন।