the-prime-minister-annouced-education-systemএবার ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে টুইট বার্তা দিলেন মোদী। লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। তাঁর আগে টুইটে তিনি লিখলেন, ‘স্বাধীনতার অমৃত মহোৎসব দেশবাসীকে নতুন শক্তি দিক। মানুষের মধ্যে নতুন চেতনার তৈরি হোক।’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে শনিবার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ভাগের স্মৃতি উস্কে ১৪ অগাস্ট দিনটি হিসেবে পালনের ঘোষণা করেছেন তিনি। দেশভাগের সময় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের স্মরণও করেছেন নমো। রবিবার লাল কেল্লায় কোভিড বিধি মেনেই পালন করা হবে স্বাধীনতা দিবস। দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
স্কুলে খেলাকে মেন স্ট্রিমে আনা হয়েছে। দেশে ফিটনেস, স্পোর্টস নিয়ে নবজাগরণ ঘটেছে। অলিম্পিক থেকে অন্য যে কোনও ক্ষেত্র- ভারতের মেয়েরা অভূতপূর্ব প্রদর্শন করছেন।দেশের প্রতিটি সেনা স্কুলে এবার মেয়েরাও পড়ার সুযোগ পাবেন। বড় ঘোষণা মোদির।
লাদাখ থেকে উত্তর-পূর্ব ভারত, প্রত্যেক প্রান্তই উন্নতির পথে এগিয়ে চলেছে বলে জানাচ্ছেন মোদি। চাষবাস, শিক্ষা, পর্যটক-সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে।
আগামী ২৫ বছরে ভারতে আসবে ‘অমৃতকাল’। অর্থাৎ স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে সাফল্যের নয়া শিখর ছুঁয়ে ফেলবে দেশ। যেখানে দেশে কোনও পরিকাঠামোর অভাব থাকবে না। বললেন নরেন্দ্র মোদি। তার জন্য এখন থেকে কাজ করতে শুরু করতে হবে। দেশকে বদলাতে হবে এবং নাগরিক হিসেবে নিজেদেরও বদলে ফেলতে হবে।
৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরু থেকে বাবা সাহেব আম্বেদকর পর্যন্ত- প্রত্যেকের
অবদানের কথা জানালেন তিনি।
হাসপাতালে নয়া অক্সিজেন প্লান্ট। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর। উত্তর-পূর্বে শিগগির রেল যোগাযোগ তৈরি হবে। আগামী ২৫ বছর অমৃতকাল। ছোট কৃষকদের পাশে নানা সংযোজন। তাদের পাশে থাকবে সরকার। বিজ্ঞানভিত্তিক কৃষিতে জোর দেওয়া হবে। কম সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই”, এদিন বললেন প্রধানমন্ত্রী।
টোকিও অলিম্পিকে যেসব ক্রীড়াবিদ আমাদের গর্বিত করেছেন তাঁরা আজ আমাদের মাঝে আছেন। আমি জাতির প্রতি আহ্বান জানাই আজ তাদের কৃতিত্বকে সাধুবাদ জানাতে। তারা শুধু আমাদের হৃদয়ই জেতেনি, ভবিষ্যত প্রজন্মকেও অনুপ্রাণিত করেছে: প্রধানমন্ত্রী মোদী।
করোনা চলাকালীন ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, স্যানিটেশন কর্মী, বিজ্ঞানী যাঁরা ভ্যাকসিন তৈরি করছিলেন সেই সমস্ত করোনা যোদ্ধাদের আমার শ্রদ্ধা। লালকেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী।