ব্রেকিং খবরঃ রাষ্ট্রপতির কাছ থেকে মিলল সম্মতি, এবছরেই লাগু হয়ে যাচ্ছে তিন তালাক আইন

বুধবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুসলিম মহিলা (বিবাহ অধিকার সংরক্ষণ) বিল ২০১৯ কে মঞ্জুরি দেন। এর সাথে সাথেই মুসলিম মহিলাকে তিন তালাক দেওয়া আইনত অপরাধ গন্য হয়ে গেলো।

মুসলিম মহিলাদের জন্য বিয়ে সম্বন্ধিত বিল আইন হওয়ার পর থেকে এবার মৌখিক, লিখিত অথবা অন্য কোন ভাবে তিন তালাক দিলে সেটিকে অপরাধ বলে গন্য করা হবে। তিন তালাক বিল লোকসভায় তিনবার পাশ হওয়ার পরেও রাজ্যসভায় মুখ থুবড়ে পড়েছিল। অবশেষে মঙ্গলবার রাজ্যসভায় এই বিল পাশ করিয়ে নেয় বিজেপি সরকার। এই বিলের পক্ষে ৯৯ এবং বিলের বিপক্ষে ৮৪ টি ভোট পড়েছিল।

লোকসভা নির্বাচন ২০১৯ এর পর সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৫ জুন কংগ্রেসকে ভুল শুধরে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন।

উনি বলেছিলেন, মহিলা সশক্তিকরনের জন্য কংগ্রেস অনেক সুযোগ পেয়েছে, কিন্তু বারবার তাঁরা পিছিয়ে গেছে। ১৯৫০ এর দশকে ইউনিফর্ম সিভিল কোডে চর্চার সময় কংগ্রেস প্রথমবার পিছিয়ে যায়। এর ৩৫ বছর পর শাহবানো মামলার সময় কংগ্রেস আবার পিছিয়ে যায়। এবার তিন তালাক বিল রুপে কংগ্রেসের কাছে আরেকটি সুযোগ এসেছে।

গত সপ্তাহে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতায় তিন তালাক বিল পাশ হয়। এরপর রাজ্যসভায় চতুর্থবার এই বিল পাশ করানো নিয়ে সংশয় দেখা দেয়। কারণ রাজ্যসভায় মোদী সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। এরপরেও বিরোধী দল গুলোর ওয়াক আউট আর সহযোগী দল গুলোর পাশে থাকার কারণে রাজ্যসভায় এই ঐতিহাসিক বিল পাশ করিয়ে নেয় মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.