সেনা দিবস উপলক্ষ্যে ভারতের বীর সেনানীদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার সকালে নিজের ট্যুইটবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, সেনা দিবস উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ভাই ও বোনেদের অভিনন্দন জানাই। নিজের ট্যুইট বার্তায় রাষ্ট্রপতি প্রাক্তন সেনা জওয়ানদেরও অভিনন্দন জানিয়েছেন। সেনাবাহিনীকে জাতীয় গৌরব আখ্যা দিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন যে তাঁদের আত্মত্যাগের ফলেই ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত। দেশকে গর্বিত ও দেশকে সুরক্ষিত করেছে সেনা।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা দিবস উপলক্ষ্যে বীর সেনানীদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে ট্যুইটারে লিখেছেন, সেনা জওয়ানদের অদম্য সাহস, বীরত্ব, শৌর্য এবং আত্মত্যাগের ফলেই ভারত আজ সুরক্ষিত।
এর আগে সকালের দিকে রাজধানী দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল গিয়ে বীর সেনানীদের সম্মান জানান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনপ্রধান মনোজ মুকুন্দ নারভানে। এছাড়াও উপস্থিত ছিলেন বায়ুসেনা এবং নৌসেনার দুই প্রধান।
2020-01-15