পুরুলিয়ার (Purulia) ৪৩০ জন সরকারি ভাবে কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের মানসিকভাবে ভেঙ্গে না পড়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলার বিভিন্ন প্রান্তে থাকা সরকারি কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে চলছে আবাসিকদের বিশেষ কাউন্সিলিং। ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা ওই মানুষগুলো যাতে মানসিক উত্তেজনা ও চাপগ্রস্ত হয়ে না পড়ে তার জন্য যোগচর্চা থেকে শুরু করে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শনিবার, ঝালদার এরকমই একটি সেন্টারে মনস্তত্ব বিদকে নিয়ে যাওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পর্যায় ক্রমে চলে তাঁর পরামর্শ। ওই মনস্তত্ববিদ কথা বলেন নিঃসঙ্গ থাকা মানুগুলোর সঙ্গেও। এদিন থেকে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের যোগ চর্চা শুরু হয়।
এর আগে অবশ্য বিভিন্ন জেলার ৩ টি পুরসভা পুরুলিয়া (Purulia), রঘুনাথপুর (Raghunathpur), ঝালদা (Jhalda) ছাড়াও ২০ টি ব্লকে বিশেষ কোয়ারেন্টাইন কেন্দ্র গুলিতে আবাসিকদের জন্য টিভি সেট বসানো হয়েছে।