টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল ইজরায়েল আর টুইটারের ট্রেন্ডিং শীর্ষে বলিউডের সঙ্গীত পরিচালক অনু মালিক। কিন্তু কীভাবে?
টোকিও অলিম্পিকে ইজরায়েলি জিমনাস্টিক আর্টেম ডল্গোপায়াটকে মেডেল পরানোর মুহূর্তে ইজরায়েলের জাতীয় সঙ্গীত হাতিকবাহ বাজানো হয়, সেই সময় কিছু টুইটার ব্যবহারকারী উপলব্ধি করেন যে এই রাষ্ট্রীয় সঙ্গীতের সঙ্গে বলিউড সিনেমা ‘দিলজ্বলে’র মেরা মুলুক মেরা দেশ গানের মিল রয়েছে। যার সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনু মালিক।
দেশাত্মবোধক এই গানটি মুক্তি পায় ১৯৯৬ সালে এবং তার সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনু মালিক। এই গানটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। সিনেমায় অজয় দেবগণের গলায় এটি শোনা গিয়েছিল। নেটিজেনরা অভিযোগ করেছেন যে অনু মালিক অন্য দেশের জাতীয় সঙ্গীতের সুর চুরি করেছেন। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় অনু মালিককে নিয়ে মিম বানানো হয়। রীতিমতো ট্রেন্ডিং হয়ে যান অনু মালিক। যদিও মজার বিষয় হল হাতিকবাহ–এর সুরও আসল নয়। এই গানের সুরও ১৬ শতকের একটি ইতালিয়ান গান ‘লা মন্টোভনা’–থেকে অনুপ্রাণিত হয়েছে। এমনকী পোল্যান্ড, স্পেন, ইউক্রেনেও ‘লা মন্টোভনা’ বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে। অতএব এ ক্ষেত্রে বলা যায় অনু মালিক চোরের ওপর বাটপারি করেছেন।