রাজ্যে আবাস যোজনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে একাধিক অভিযোগ। অভিযোগগুলোকে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলগুলোও। এই অবস্থায় পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল ও কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যে এলে সম্প্রতি প্রকাশ্যে এলো নয়া তথ্য।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে মঙ্গলবারে মালদা জেলার রতুয়ার গোবিন্দপুর গ্রামে। এই গ্রামেই পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাম পরিদর্শনে বেরিয়েছিলেন। গ্রাম পরিদর্শনের সময়ে তিনি একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে, প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানতে পারা যায়, বিহারের বাসিন্দা থাকছেন বাংলার মধ্যে অবস্থিত আবাস যোজনার বাড়িতে।
এই ইস্যুতে বাড়ির এক মহিলার বক্তব্য, তাঁদের বাড়ি বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত বিবাদিত এলাকায়। জানা গেছে, উক্ত পরিবার বিহারের কাটিহার জেলার বাসিন্দা তথা সেখানকার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শ্যাম যাদবের আবাস যোজনার বাড়িটি নথিভুক্ত হয়ে রয়েছে। এই অবস্থায় বাড়িটিতে গেলে যদিও শ্যাম যাদবের খোঁজ পাওয়া যায়নি। তবে, মামলাটি প্রকাশ্যে আসার পরেই মালদা জেলা প্রশাসন নড়েচড়ে বসে বলে খবর।