ভারতে (India) বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনায় আক্রান্ত বেড়ে ১১৪
নয়াদিল্লি (New Delhi), ১৬ মার্চ (হি.স.): সংক্রমণ থাকার কোনও লক্ষণ নেই| বরং আরও বাড়ছে| ভারতে বেড়েই চলেছে কোভিড-১৯ নভেল
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা| সোমবার বিকেল পর্যন্ত
ভারতে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ১১৪-তে পৌঁছেছে| তবে আশার কথা, ইতিমধ্যেই কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন| শুরুতে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে করোনা
আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও, এবার কেরলকে ছাপিয়ে
গিয়েছে মহারাষ্ট্র| শুধুমাত্র মহারাষ্ট্রেই
আক্রান্তের সংখ্যা ৩৮| সামগ্রিক পরিস্থিতি
বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক
মন্দির|
ভারতের (India) যে সমস্ত রাজ্যে থাবা বসিয়েছে কোভিড-১৯ নভেল
করোনাভাইরাস (Coronavirus) -মহারাষ্ট্র, কেরল, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মু,
পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana),
উত্তর প্রদেশ (Uttar Pradesh), রাজস্থান (Rajasthan),
দিল্লি (Delhi), তেলেঙ্গানা (Telangana),
কর্ণাটক (Karnataka), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), তামিলনাড়ু (Tamil Nadu)ও উত্তরাখণ্ড (Uttarakhand)| ওডিশাতেও নতুন করে করোনা-আক্রান্তের
সন্ধান মিলেছে| পশ্চিমবঙ্গ, বিহার,
ঝাড়খণ্ডে
অবশ্য এখনও পর্যন্ত থাবা বসাতে পারেনি কোভিড-১৯|
তবে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এই
রাজ্যগুলি| দেশে যেভাবে ছড়িয়ে পড়ছে
করোনাভাইরাস, তা সত্যিই উদ্বেগজনক|