করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত অনেকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল। দেশে নতুন সংক্রমণের তুলনায় সুস্থ রোগীর সংখ্যাটা দিন দিন বাড়ছিল। রবিবারও তার ব্যতিক্রম হল না। এদিন ফের দেশে নতুন আক্রান্তের তুলনায় করোনাজয়ীর সংখ্যাটা অনেকটা বেশি হল। সেই সঙ্গে একধাক্কায় অনেকটা কমল দৈনিক মৃতের সংখ্যাও।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬ হাজার ৭৩২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় সাড়ে ৭ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ লক্ষ ২০ হাজার ৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটাও খানিকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮১৬ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৯ হাজার ১৫০ জন।
আরও স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭২ হাজারের মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬১ লক্ষ ৪৯ হাজার ৫৩৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬১ হাজার ৮৫৩ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষার সংখ্যাটাও অনেকটা কমেছে। দীর্ঘদিন বাদে সংখ্যাটা ১০ লক্ষের নিচে নেমে এসেছে।