ভারতে গত কয়েকদিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লক্ষ ৫৭ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের উপরেই থাকছিল। যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচে নেমেছে। রবিবার দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৪১।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।
2021-05-23