ভারতে (India) করোনা (Corona) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭৯। রবিবার সকালে এই পরিসংখ্যানই তুলে
ধরা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে। এখও পর্যন্ত গোটা দেশে মারণ এই রোগে
২৫ জনের মৃত্যু হয়েছে।
করোনায় (India) সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য গুলির মধ্যে
অন্যতম হল মহারাষ্ট্র। সেখানে মারণ এই রোগে নতুন করে ৭ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সেখানে আক্রান্ত ১৯৩।
এদিন ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) তরফ থেকে সমস্ত রাজ্য গুলিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে
বলা হয়েছে যে কোনও উপায়ে মাস্ক, দস্তানা, স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে রাজ্যবাসী
কে সরবরাহ করতে হবে।
অন্যদিকে উত্তর ভারত থেকে বিহারে
যে সকল পরিযায়ী শ্রমিকেরা বিহারে আসছে তাদের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে
হবে বলে রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।