দেশ জুড়ে চলা লকডাউনের তিন দিনের মাথায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭৩। শনিবার সকালে মহারাষ্ট্রে ৬ আক্রান্তের সন্ধান মিলেছে। শুক্রবারই মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছিল ২৮ জন। ৩৯ জন আ্রক্রান্তের সন্ধান মেলে কেরালায়। শুক্রবার রাতে এ রাজ্যেও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এ পর্যন্ত করোনার প্রকোপে দেশে মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন ৬৬ জন।
করোনা সংক্রমণের ফলে দেশের অর্থনীতির অবস্থাও টলমল। কাজ বন্ধ বহু ক্ষেত্রে। এই পরিস্থিতির মোকাবিলায় শুক্রবার বেশ কিছু নিদান দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠক করে শুক্রবার রেপো রেট কমানোর কথা জানান। তাঁর কথায়, ৭৫ বেসিস পয়েন্ট রেপোরেট কমানো হচ্ছে, ফলে রেপো রেট ধার্য হল ৪.৪। কমেছে রিসার্ভ রেপো রেটও।
করোনা আতঙ্ক ছড়ালেও রয়েছে আশার আলো। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অনেকেই বাড়ি ফিরছেন। এযাবৎ সংখ্যাটা ৬৬। এই রাজ্যে বিদেশ যাত্রার ইতিহাস রয়েছে এমন ২৯৭ জনের সোয়াব টেস্ট করা হয়েছিল। তাদের মধ্যে ২৫৯ জনের রিপোর্ট নেগেটিভ।#Corona Virus