১১ লক্ষ ছাড়াল করোনা-আক্রান্তের সংখ্যা, ভারতে মৃত্যু বেড়ে ২৭,৪৯৭

ভারতে(India) লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা(corona)-আক্রান্তের সংখ্যা। নতুন করোনা-সংক্রমিতের পাশাপাশি মৃত্যুও বাড়ছে রোজই। বাড়তে বাড়তে সোমবার ভারতে ১১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০,৪২৫ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৭,৪৯৭ জন এবং সংক্রমিত ১১,১৮,০৪৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৭,০০,০৮৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২৭,৪৯৭ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬৪২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৫৭ জন, বিহারে ২১৭ জনের, চন্ডীগড়ে ১২ জন, ছত্তিশগড়ে ২৪ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৬২৮ জনের, গোয়া ২২ জন, গুজরাটে ২১৪২ জনের, হরিয়ানায় ৩৪৯ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ২৪৪ জনের, ঝাড়খণ্ডে ৪৯ জনের, কর্ণাটকে ১৩৩১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪২ জন, লাদাখে দু’জন, মধ্যপ্রদেশে ৭২১ জন, মহারাষ্ট্রে ১১,৮৫৪ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে দু’জন, ওডিশায় ৯১ জনের, পুদুচেরিতে ২৮ জন, পঞ্জাবে ২৫৪ জন, রাজস্থানে ৫৫৯ জনের, তামিলনাড়ুতে ২,৪৮১ জন, তেলেঙ্গানায় ৪১৫ জন, ত্রিপুরায় ৫ জন, উত্তরাখণ্ডে ৫২ জন, উত্তর প্রদেশে ১,১৪৬ জন এবং পশ্চিমবঙ্গে ১,১১২ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-এই সমস্ত রাজ্যগুলিতে করোনা-আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩,১০,৪৫৫-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১২,২৭,৯৩, গুজরাটে ৪৮,৩৫৫, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪২,৪৮৭, উত্তর প্রদেশে ৪৯,২৪৭ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১৭,০৬,৯৩।ভারতে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। একইসঙ্গে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ১৯ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৪০,৪৭,৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১৯ জুলাই ২,৫৬,০৩৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.