ভারতে করোনাভাইরাসের প্রকোপ থামছেই না, কোনওভাবেই সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানা যাচ্ছে না। এক ধাক্কায় বুধবার ভারতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮,৯০৯। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২১৭ জন করোনা-সংক্রমিত রোগীর। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৮১৫ এবং সংক্রমিত ২০৭,৬১৫ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১০০,৩০৩ জন। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২০৭,৬১৫ জন (সক্রিয় করোনা রোগী ১০১,৪৯৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৮১৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১০০,৩০৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৫,৮১৫ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬৪ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ২৪ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে একজন, দিল্লিতে ৫৫৬ জনের, গুজরাটে ১০৯২ জনের, হরিয়ানায় ২৩ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ৪৩ জনের, ঝাড়খণ্ডে ৫ জনের, কর্ণাটকে ৫২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১১ জন, মধ্যপ্রদেশে ৩৬৪ জন, মহারাষ্ট্রে ২,৪৬৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪৬ জন, রাজস্থানে ২০৩ জনের, তামিলনাড়ুতে ১৯৭ জন, তেলেঙ্গানায় ৯২ জন, উত্তরাখণ্ডে ৭ জন, উত্তর প্রদেশে ২২২ জন এবং পশ্চিমবঙ্গে ৩৩৫ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্রের পরিস্থিতি ক্রমশই খারাপ দিকে এগোচ্ছে। বুধবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৭২,৩০০, দিল্লিতে ২২,১৩২ তামিলনাড়ুতে ২৪,৫৮৬, অন্ধ্রপ্রদেশে ৩৮৯৮ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ২২ জন, অসমে ১৫১৩ জন, বিহারে ৪১৫৫ জন, চন্ডীগড়ে ৩০১ জন, ছত্তিশগড়ে ৫৬৪ জন, দাদর নগর হাভেলিতে ৪ জন, গোয়ায় ৭৯ জন, গুজরাটে ১৭,৬১৭ জন, হরিয়ানায় ২৬৫২ জন, হিমাচল প্রদেশে ৩৪৫ জন, জম্মু-কাশ্মীরে ২৭১৮ জন, ঝাড়খণ্ডে ৭১২ জন, কেরলে ১৪১২, কর্ণাটকে সংক্রমিত ৩৭৯৬ জন, লাদাখে ৮১ জন, মধ্যপ্রদেশে ৮৪২৯ জন, মণিপুরে ৮৯ জন, মেঘালয় ২৭ জন, মিজোরামে ১৩ জন, নাগাল্যান্ডে ৪৯ জন, ওডিশায় ২২৪৫ জন, পুদুচেরিতে ৮২ জন, পঞ্জাবে ২৩৪২ জন, রাজস্থানে ৯৩৭৩ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ২৮৯১ জন, ত্রিপুরায় ৪৬৮ জন, উত্তরাখণ্ডে ১০৪৩ জন, উত্তর প্রদেশে ৮৩৬১ এবং পশ্চিমবঙ্গে ৭১২৩ জন।